মায়ের সামনে ছেলেকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

৫০ হাজার টাকা ‘ছিনতাই’
মায়ের সামনে ছেলেকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
প্রকাশিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ইমরান হোসেন (২১) নামের এক তরুণকে তাঁর মায়ের সামনেই নির্যাতন করেছে কয়েকজন দুর্বৃত্ত।

গত শুক্রবার রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় যুবকের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

আহত যুবকের মা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত শহিদুর রেজা রতন মিয়াজী ও তাঁর লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ইমরান উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে স্থানীয় তারাশাইল বাজারের বিকাশের দোকান থেকে ইমরান ৫০ হাজার টাকা তুলো বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় শহিদুর রেজা রতন মিয়াজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী পথরোধ করে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে মারধর শুরু করে।

এ সময়ে তাঁর মা আফরোজা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ইমরানকে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মায়ের সামনেই নির্যাতন চালায়।

একপর্যায়ে ইমরান অচেতন হয়ে পড়ছে মৃত ভেবে রেখে চলে যায় হামলাকারীরা।

সিসি টিভি ফুটেজে নির্যাতনের একটি ভিডিও চিত্র গতকাল শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ হোসেন বলেন, ‘রাত ১২টা ২০ মিনিটে মুমূর্ষু অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয়। তাঁর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’

ইমরানে মা আফরোজা বেগম বলেন, ‘শহিদুর রেজা রতন মিয়াজী চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে আমার ছেলে প্রায় সময়ে প্রতিবাদ করত। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যার পরে ইমরানকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। আমার ছেলের চিৎকার শুনে আমি এগিয়ে গেলে তারা আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা বিদ্যুতের খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ইমরানকে প্রায় তিন ঘণ্টা নির্যাতন করে মৃত ভেবে ফেলে রেখে যায়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘নির্যাতনের সিসি ক্যামেরার একটি ভিডিও চিত্র আমার নজরে এসেছে। অভিযুক্ত শহিদুর রেজা রতন মিয়াজী প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে কাজ করছে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com