হাসিনার বিশ্বস্ত প্রধান আমলার অর্থ পাচারের ফাইল পুড়েছে

মিঠাপুকুরে নিতহ ফায়ার সার্ভিস কর্মী নয়নের বাড়িতে রুহুল কবির রিজভী
দমকল কর্নমী নয়নের শোক সন্তপ্ত পরিবারকে সাত্বনা দিতে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে বিএনপি নেতা রিজভী।

দমকল কর্নমী নয়নের শোক সন্তপ্ত পরিবারকে সাত্বনা দিতে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে বিএনপি নেতা রিজভী।

প্রকাশিত

সচিবালয়ে আগুনের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে শেখ হাসিনার একজন বিশ্বস্ত প্রধান আমলার অর্থ পাচারের ফাইল ছিল । 

শনিবার সকালে নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামানের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে রংপুরে তিনি এসব বলেন। নয়নের শোক সন্তপ্ত পরিবারকে সাত্বনা দিতে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে যান বিএনপির এই সিনিয়র নেতা। ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনের সড়কে ট্রাকচাপায় নয়ন নিহত হন।

রিজভী বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধু একটা ঘটনা সেখানে উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনা ধামাচাপা দিতেই সচিবালয়ের নয়তলায় আগুন দেওয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল।’

তিনি আরও বলেন, যাঁরা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের মধ্যে একজন সোহানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন।

এক মাসের মধ্যে সোহানুরের বোনকে চাকরি দিতে সরকারের কাছে দাবি করেন রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের দোসররা এখনো আছে। বিশেষ করে আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামদি করছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com