বিদেশিদের চাপে সাবের হোসেনকে মুক্তি দিয়েছে সরকার: নুর

বিদেশিদের চাপে সাবের হোসেনকে মুক্তি দিয়েছে সরকার: নুর

বক্তৃতা করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

প্রকাশিত

বিদেশিদের চাপে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।


গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দেয়া হয়েছে। কোনোভাবেই তাকে ছাড়া উচিত হয়নি। স্বৈরাচার সরকারের দোসর সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন, তাহলে গ্রেফতার করেছিলেন কেন? আবার সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেফতার করলেন? কেন ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারলেন না?’


নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেফতার করার পর যদি ছেড়ে দেয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ভিন্নরূপে আবির্ভূত হবে। এ রকম কিছু হলে চলে যাওয়ার পর আপনাদেরও অপমান-অপদস্থ হতে হবে।’

প্রশাসনে জামায়াত-বিএনপিপন্থি কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সম-অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়ন করতে হবে।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com