সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ

সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ
প্রকাশিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে মারধরের পর সীমান্তে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহল চলাকালীন সময়ে বিজিবি সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যুবক বিল্লাল সানা খুলনা জেলার পাইগাছা উপজেলার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। তিনি ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন এবং গত বুধবার বাংলাদেশে ফেরার জন্য ৭-৮ জনের একটি দল নিয়ে বের হন। পথে বিএসএফ তাদের ধাওয়া করে, বাকি সবাই পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়ে। এরপর বিএসএফ তাকে অমানুষিক নির্যাতন চালায়, এক পর্যায়ে তার জ্ঞান চলে যায়। বিএসএফ তাকে মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে চলে যায়। খবর পেয়ে বিল্লালের স্বজনরা তাকে উদ্ধার করে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিল্লালকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com