জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল

১০ জন সাবেক সচিব নিজেদের মা-বাবার নামে স্থাপনা করেছেন। খায়রুল আলম সেখের বাবার নামে হাসপাতালের প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।
জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল

সমাজকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হয়েই একই মন্ত্রণালয়ের টাকায় বাবার নামে হাসপাতাল করার প্রকল্প নিয়েছেন মো. খায়রুল আলম সেখ। প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায়। সমাজকল্যাণ মন্ত্রণালয় হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র বা সমজাতীয় স্থাপনা নির্মাণ-পরিচালনায় বেসরকারি সংস্থা বা এনজিওকে অনুদান দেয়। নিয়ম হলো, শহর এলাকায় প্রকল্প করতে মোট ব্যয়ের ৬০ শতাংশ ও গ্রাম এলাকায় ৮০ শতাংশ অর্থ সরকার দেবে, বাকিটা দেবে এনজিও। সমাজকল্যাণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকল্পটির যাচাই কমিটির সভায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জমির উচ্চ মূল্য ধরা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর সপক্ষে ফাউন্ডেশনকে যুক্তি তুলে ধরতে বলা হয়েছে। ফাউন্ডেশনের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতেও বলা হয়েছে। তবে তা এখনো জমা দেওয়া হয়নি।

মো. খায়রুল আলম সেখকে ২০২৩ সালের অক্টোবরে সমাজকল্যাণসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই মাসের মধ্যেই (৬ ডিসেম্বর) তাঁর বাবার নামে আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবন্ধন নেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি সচিবের স্ত্রী পারভীন সুলতানা। নিবন্ধনের এক মাস পরই (গত জানুয়ারি) এনজিওটির মাধ্যমে বাস্তবায়নের জন্য ‘আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল স্থাপন’ শিরোনামের একটি প্রকল্প নেয় সমাজসেবা অধিদপ্তর। ব্যয় ধরা হয় ২৯ কোটি টাকা। যার মধ্যে সরকার দেবে ২৩ কোটি টাকা। বাকি ৬ কোটি টাকা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। সমাজকল্যাণসচিব হয়েই নিজের বাবার নামে এনজিও খুলে সেটির অধীনে হাসপাতালের প্রকল্প করার উদ্যোগ নেন খায়রুল আলম সেখ।

নীতিমালায় বলা আছে, প্রকল্পে সরকারি সহযোগিতা পেতে হলে সংশ্লিষ্ট খাতের বেসরকারি সংস্থার অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু আয়েন উদ্দিন সেখ মেমোরিয়াল ফাউন্ডেশনের সেটা নেই। জানতে চাইলে গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজকল্যাণসচিব খায়রুল আলম প্রথম আলোকে বলেন, তাঁরা হাসপাতাল করার পরিকল্পনা থেকে সরে এসেছেন। যদিও মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারের উন্নয়ন বাজেটে (২০২৪-২৫ অর্থবছর) প্রকল্পটিকে উচ্চ অগ্রাধিকার হিসেবে দেখানো হয়েছে। এটি অনুমোদনের অপেক্ষায়। খায়রুল আলমের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামে। সেই গ্রামেই হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নথিপত্রে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের আওতায় একটি বিশেষায়িত হাসপাতালের জন্য আটতলা ভবন নির্মাণ করা হবে। হাসপাতালে কিডনি, কার্ডিয়াক, চক্ষু ও ক্যানসার রোগীদের চিকিৎসা দেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর সূত্র বলছে, বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামের প্রতি শতক জমির দাম সর্বোচ্চ ৫ লাখ টাকা ধরে হিসাব করলেও ৯ দশমিক ৩৫ শতাংশ জমির মোট মূল্য হয় প্রায় ৫০ লাখ টাকা। অথচ প্রকল্পে প্রতি শতক জমির দাম প্রস্তাব করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

প্রকল্পের নথি অনুযায়ী, হাসপাতালটি করতে ৯ দশমিক ৩৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। একে অস্বাভাবিক বলছেন কর্মকর্তারা। সমাজসেবা অধিদপ্তর সূত্র বলছে, বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামের প্রতি শতক জমির দাম সর্বোচ্চ ৫ লাখ টাকা ধরে হিসাব করলেও ৯ দশমিক ৩৫ শতাংশ জমির মোট মূল্য হয় প্রায় ৫০ লাখ টাকা। অথচ প্রকল্পে প্রতি শতক জমির দাম প্রস্তাব করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

সমাজকল্যাণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকল্পটির যাচাই কমিটির সভায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য জমির উচ্চ মূল্য ধরা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর সপক্ষে ফাউন্ডেশনকে যুক্তি তুলে ধরতে বলা হয়েছে। ফাউন্ডেশনের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতেও বলা হয়েছে। তবে তা এখনো জমা দেওয়া হয়নি।

জনগণের করের টাকায় আগেও মন্ত্রী-সচিবেরা নিজেদের মা-বাবার নামে প্রতিষ্ঠান করেছেন। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মায়ের নামে তাঁর নিজ এলাকা লালমনিরহাটের কালীগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। তবে চালু হয়নি। এর ব্যয় ৪৪ কোটি টাকা। এ ছাড়া মোজাম্মেল হক খান, জুয়েনা আজিজসহ অন্তত ১০ জন সাবেক সচিব নিজেদের মা-বাবার নামে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেছেন।

জনগণের করের টাকায় মন্ত্রী-সচিবদের মা-বাবার নামে প্রতিষ্ঠান করা নিয়ে গত বছর ‘করের টাকায় মন্ত্রী-সচিবের মা-বাবার নামে প্রতিষ্ঠান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল প্রথম আলো। এতে দেখা যায়, সরকারি টাকায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র করা হলেও নানা সংকটে সেসব প্রতিষ্ঠান চালু করা যাচ্ছে না। অভিযোগ আছে, প্রকল্পে উচ্চ ব্যয় দেখিয়ে সেখান থেকে অর্থ আত্মসাৎ করা হয়। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মায়ের নামে তাঁর নিজ এলাকা লালমনিরহাটের কালীগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। তবে চালু হয়নি। এর ব্যয় ৪৪ কোটি টাকা। এ ছাড়া মোজাম্মেল হক খান, জুয়েনা আজিজসহ অন্তত ১০ জন সাবেক সচিব নিজেদের মা-বাবার নামে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করেছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com