
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে তেল বোঝাই ট্রাক ছিনতাই করেছে ডাকাতদল। এসময় ট্রাকের চালক ও হেলপারের হাঁত-পা বেঁধে মারধর করার পর আহতবস্থায় মহাসড়কের উপর ফেলে রেখে যায় তারা। ছিনতাই হওয়া ট্রাকটিতে ৬০ ড্রাম পামওয়েল ছিল।
আহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে এবং ট্রাক চালক আলামিন এবং একই এলাকার বাবু মিয়ার ছেলে ও হেলপার টিটু।
চালক আলামিন জানান, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের একটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের নাসির গ্লাস কোম্পানী সংলগ্ন ওভার ব্রিজে উঠার একদল ছিনতাইকারী ট্রাকটি গতিরোধ করে। পরে তারা ট্রাকে উঠে হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে অস্ত্রের ভয় দেখায়। এরপর মহাসড়কের একটি জায়গায় ফেলে তারা পালিয়ে যায়।
ট্রাকটির মালিক সনি জানান, রাতেই চালক ফোনে জানিয়েছে তাদের ট্রাকটি মালামালসহ ডাকাতরা ছিনতাই করে নিয়ে গেছে। তাদের মারধর করে মহাসড়কে ফেলে রেখে গিয়েছিল। পরে তারা টহলরত পুলিশের কাছে বিষয়টি জানিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি। ট্রাকে ৬০টি ড্রাম ১১ হাজার ৪০০ কেজি পামওয়েল তেল ছিল। যার দাম প্রায় ২০ লাখ টাকা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, মহাসড়কের উপর থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই হয়েছে বলে চালক জানিয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ট্রাকটি উদ্ধার অভিযান শুরু হয়েছে।