শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি Motorola ওয়্যারলেস সেটসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।
রোববার (৬ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত দেড়টায় সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্স এর শেড নং -১১, আড়ৎ নং ৯৭-৯৮ এর সামনে পাকা রাস্তার উপর একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে থেকে .২২ এমোনিশনের ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি Motorola ওয়্যারলেস সেট, ১টি Hikvision সিসি ক্যামেরা, ১টি ল্যাপটপ চার্জার, ১টি ছুরি, ১১ পুরিয়া গাঁজা ও ৩ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ ও তদন্ত প্রক্রিয়াধীন।
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ