শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহামুদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদি নাঈম অভিযানের নেতৃত্ব দেন।
এ ঘটনায় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক জাকির আল আহসান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় এশিয়া সুইটসের পরিচালক নুরুল আলম টুটুলকে আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। মামলার পর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে৷