বিপুল মাদক ও অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত ০৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিপুল মাদক ও অস্ত্র উদ্ধারসহ চিহ্নিত ০৪ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (৩০ জুলাই) ভোররাতে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফুয়াদ হাসান সাকিব উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। এ ছাড়া একই এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন নামের আরও তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ, বিদেশি মদের বোতল, ফেনসিডিল, চারটি মোবাইল ফোন, চারটি মোটরসাইকেল, তিনটি বল্লম এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, ফুয়াদ সাকিবের বিরুদ্ধে এর আগেও ১৫টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com