সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের শহরতলির সোনাপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার নুরুন্নবী।
তিনি জানান, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক মো. লাবু তালুকদার মৌলভীবাজার শহরতলির সেনাপুর গ্রামের দেলওয়ার হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ব্যাব-৯ অভিযান চালিয়ে দুপুরে তাদের গ্রেফতার করে। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ওই দুজনকে গ্রেফতার করা হয়।
তবে এখন তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার।