টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
প্রকাশিত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসা 'সোনার বাংলায়' হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসায় থাকা দুইটি গাড়িতে ভাঙচুর করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ হামলা চালানো হয়।

বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০/১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। তিনি আরও জানান, ঘটনার সময় আশপাশের স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী।

দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা পরে দুপুর সোয়া ২টার দিকে নিজ বক্তব্য শুরু করেন। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর তিনি বসে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com