মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘গণপ্রতিরোধ যাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, দেশের ভেতরে পতিত স্বৈরাচার অপতৎপরতা চালাচ্ছে। তারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা মাজারে হামলা চালিয়েছে। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি, সেটাকে ব্যর্থ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। ‘সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের বিশ্বাস রক্ষা করা। তা না হলে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হবে’, যোগ করেন জোনায়েদ সাকি।