মাজারে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: সাকি

মাজারে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ফাইল ছবি

প্রকাশিত

সারা দেশে মাজার-দরবারে চালানো হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ইসলামে কারও ওপর জবরদস্তি করা নিষেধ। সহনশীলতা ধর্মের জন্য যেমন জরুরি, রাষ্ট্রের জন্যও তেমনি জরুরি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে ‘গণপ্রতিরোধ যাত্রা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, দেশের ভেতরে পতিত স্বৈরাচার অপতৎপরতা চালাচ্ছে। তারা মন্দিরে হামলা চালিয়েছে, তারা মাজারে হামলা চালিয়েছে। বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি, সেটাকে ব্যর্থ করে দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।  ‘সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের বিশ্বাস রক্ষা করা। তা না হলে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হবে’, যোগ করেন জোনায়েদ সাকি।

রাজনীতিজোনায়েদ সাকিগণসংহতি আন্দোলনমাজারে হামলা

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com