পিস্তল ও ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

পিস্তল ও ইয়াবাসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রকাশিত

লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাড়িতে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন- আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯), এহসান আহম্মেদ (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রামদা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিস ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের হিসাব-নিকাশের ৪টি খাতা, ইয়াবা প্যাকেটের ফুয়েল পেপার এক বান্ডিল উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক তিনজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com