টন্টনে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয় দিনে সমারসেটের বিপক্ষে ব্যাট করছে সারে। এই রিপোর্ট লেখার সময় সারে ৯৫ ওভারে ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে।
আজ তৃতীয় দিনে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান। সারের এই অলরাউন্ডার ৬ নম্বরে নেমে ২৪ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন। সাকিবের ইনিংসে আছে মাত্র একটি চার। জ্যাক লিচের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব।
সারে এখনও ৮৯ রানে পিছিয়ে। হতে আছে ৪ উইকেট। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট ৯৫.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায়। ১৩২ রানের ইনিংস খেলেন টম ব্যান্টন।
জবাব দিতে নেমে সারের পক্ষে ৭০ রানের ইনিংস খেলেন রায়ান প্যাটেল। এছাড়া বেন গেদেস ৫০ ও বেন ফোকস ৩৭ রান করেন।