ব্যাট হাতে ব্যর্থ সাকিব, বিপদে সারে

ব্যাট হাতে ব্যর্থ সাকিব, বিপদে সারে

সারের হয়ে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে গেছেন সাকিব আল হাসান। ছবি: সারে ক্রিকেট

প্রকাশিত

১৪ বছর পর কাউন্টি ক্রিকেটে দ্বিতীয়বার কাউন্টি চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে নেমে বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারলেন না তিনি। সাকিবের দলও নেই ভালো অবস্থানে।

টন্টনে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ম্যাচের তৃতীয় দিনে সমারসেটের বিপক্ষে ব্যাট করছে সারে। এই রিপোর্ট লেখার সময় সারে ৯৫ ওভারে ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে।


আজ তৃতীয় দিনে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি সাকিব আল হাসান। সারের এই অলরাউন্ডার ৬ নম্বরে নেমে ২৪ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন। সাকিবের ইনিংসে আছে মাত্র একটি চার। জ্যাক লিচের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব।

সারে এখনও ৮৯ রানে পিছিয়ে। হতে আছে ৪ উইকেট। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট ৯৫.৫ ওভারে ৩১৭ রানে গুটিয়ে যায়। ১৩২ রানের ইনিংস খেলেন টম ব্যান্টন।


জবাব দিতে নেমে সারের পক্ষে ৭০ রানের ইনিংস খেলেন রায়ান প্যাটেল। এছাড়া বেন গেদেস ৫০ ও বেন ফোকস ৩৭ রান করেন। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com