গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ এক যৌথ বিবৃতিতে খাগড়াছড়িতে আদিবাসী স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ চলাকালে গুইমারায় অন্তত ৩ জন নিহত ও বাজারে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার খাগড়াছড়িতে একজন আদিবাসী স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনার পর প্রতিবাদ চলাকালেই আজকে এই হতাহত ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
নেতৃবৃন্দ অবিলম্বে ধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।