সংগৃহিত ছবি।

 
দেশ

ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ

ত্রিশালে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলে আটকা পড়েন শত শত যাত্রী।

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ত্রিশালে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশালের আউলিয়ানগর স্টেশনের আউটার এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়।

স্টেশন মাস্টার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ার রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।’