কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় মাছ শিকারকালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলে ফেরত দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের ফেরত আনা হয় টেকনাফ জেটি ঘাটে, যেখানে বিজিবি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।
টেকনাফের শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে গিয়ে জেলেরা বারবার মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করে ফেলেন। ফলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। বিজিবির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জেলেদের মুক্তি লাভ হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, এসব জেলেরা সীমান্ত অতিক্রম করে মাছ শিকার করতে গিয়ে আটক হয়। এক সপ্তাহের মধ্যে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
ফেরত আসা জেলে কবির আহমেদ জানিয়েছেন, তাদের নৌকা নিয়ে মাছ শিকার করার সময় আরাকান আর্মি তাদের আটক করে এবং জানায়, অবৈধভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে টিপসই নিয়ে শর্ত দেয়া হয়েছে যে, বাংলাদেশ সরকারকে চুক্তি স্বাক্ষর করতে হবে।
এদিকে, নৌকার মালিক বদিউর রহমান জানান, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে নাফ নদী দিয়ে ফেরার পথে ১৯ জেলেকে নিয়ে যায় আরাকান আর্মি। এক সপ্তাহের প্রচেষ্টায় তাদের ফেরত আনা হলেও ১৭টি নৌকা ও জাল ফেরত পাওয়া যায়নি। মাছ শিকারীদের মধ্যে আতঙ্ক বেড়েছে, কারণ নাফ নদী ও বঙ্গোপসাগরে এ ধরনের ঘটনা আরও বাড়ছে।
এই ঘটনার মাধ্যমে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মাছ শিকার নিয়ে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে, যা স্থানীয় জেলেদের মধ্যে ভয় এবং উদ্বেগের সৃষ্টি করছে।