গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জের ধরে পুত্র সোলায়মান হোসেনের হাতে তার পিতা নাইম উদ্দিন নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বেলকা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইম উদ্দিন ও তার ছেলে সোলায়মান হোসেনের মধ্যে শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। তর্কের একপর্যায়ে রাগান্বিত সোলায়মান ঘর থেকে কোদাল নিয়ে এসে পিতার মাথায় আঘাত করে। এতে নাইম উদ্দিন গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তিনি মারা যান।
ঘটনাস্থলে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ঘাতক সোলায়মানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, পুলিশ সোলায়মানকে গ্রেফতার করে রোববার গাইবান্ধার আদালতে প্রেরণ করেছে।
এ ঘটনায় গ্রামবাসীসহ এলাকাবাসী হতবাক ও শোকাহত। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।