খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

 
দেশ

‘গণঅভ্যুত্থান না হলে ওসি হতে পারতাম না’

কুষ্টিয়ায় বিএনপির এক কর্মী সমাবেশে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

‘গণঅভ্যুত্থান’ না হলে ‘ওসি’ হতে পারতাম না- এমন বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

শুক্রবার কুস্টিয়ায় বিএনপির এক কর্মী সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

বিএনপি নেতকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ তারিখের ‘গণঅভ্যুত্থান‘ না হলে আমি এখানে ‘ওসি’ হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা।

শুক্রবার রাতে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের মঞ্চে ওসির এমন বক্তব্যকে ‘অপেশাদার’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

ভিডিওতে সাবলীলভাবে ওসিকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৫-১৬ বছর কীভাবে, কোথায় ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায়, কীভাবে কষ্ট করেছেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, হয়ত আরেকজন ছিল। আমাকে বাধ্য করেছে। হয়ত আমাকে দেখে আপনারা বলছেন, এ বড় বড় কথা বলে, আসলে না। আমিও ওইরকম নির্যাতিত ছিলাম।

 ভিডিওতে দেখা যায়, ওসি শেখ মঈনুল ইসলাম বিএনপির কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর আপনারা (বিএনপি) এ পর্যন্ত আসতে পেরেছেন। ১৫-১৬ বছর পর আপনারা এক জায়গায় হতে পারছেন, সবার সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যে সুযোগটা আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ কইরেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারে।

 ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, এ প্রোগ্রামটা আপনাদেরই। আমি কেন আসবো? তারপরও আমি আসলাম। আমার থানার সামনে, আসতে হবে। মনও চায় আসতে। মনও টান দেয় যে এখানে একটু কথা বলি। আসলে সব সময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ কোনো ঝামেলা করবেন না। আমরা আপনাদের সেবায় এখানে আছি। যতটুকু পারি, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সব হিংসা-বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এই সুযোগ আর দেওয়া যাবে না।

শুক্রবার রাতে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওসি শেখ মঈনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, সেখানে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তবে থানার সামনেই সভাটি হচ্ছিল। সেখানে লাঠি-চায়নিজ কুড়াল নিয়ে মারামারি হচ্ছিল। সেটা শান্ত করতেই বক্তব্য দেওয়া হয়। এই মঞ্চে বক্তব্য দেওয়া ঠিক নয়, তা জানি। এ ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্যও ছিল না।

সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশেষ কর্মিসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ।