দেশ

জামালপুরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য আটক

Reporter

জামালপুরের শরিফপুর ইউনিয়নে চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলেন- স্বরণ, মোখলেছ, সোহেল, আপন, কাজলী ও সাদেক।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নটির পিঙ্গলহাটী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত রাতে অপরিচিত ৫ জনকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে। এ সময় খবর পেয়ে তাদের ছাড়াতে আসেন কাজলী নামে এক নারী। তাকেও আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত চার মাসে ওই ইউনিয়ন থেকে অন্তত ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।