মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজও ২৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ । তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার (২৫ জুন) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন মহিলা ৯ জন শিশু ৪ জন রয়েছে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বিএসএফ পুশইন করেছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে মৌলভীবাজার জেলায় ৩৮০ জনকে পুশইন করে বিএসএফ, আজ ২৫ জনসহ জেলার বিভিন্ন সীমান্তে মোট ৪০৫ জনকে পুশইন করলো বিএসএফ।