মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্রাফিক পুলিশের অভিযানে পরিবহন শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়ায়।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আব্দুল হামিদ জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। কেউ রাস্তায় অবৈধভাবে যানবাহন দাঁড় করাতে পারবে না। এছাড়া এখানে যে সকল সিএনজি ও হ্যালোবাইক রয়েছে তার বেশিরভাগেরই নেই সঠিক কাগজপত্র।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে আসছে।