দেশ

ডিসেম্বরকে সামনে রেখে ১৩তম সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে -ইসি সানাউল্লাহ

সংস্কার শেষ করে নাকি তার আগে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া ৷ নির্বাচনে মাঠ পযায়ে দায়িত্ব যাতে নিরপেক্ষতার সঙ্গে পালন হয় তা নিশ্চিত করা হবে।’

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার ঠাকুরগাঁও ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে সময়ের ব্যাপারটি কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সংস্কার শেষ করে নাকি তার আগে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া৷ তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে।’

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ জেলা নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।