দেশ

মসজিদের পিলার ধসে কিশোরের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে একটি পুরোনো পিলার ধসে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ওই কিশোরের নাম তাওসিফ তাজ (১৩)।

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক। নিহত কিশোর বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা।

মঙ্গলবার আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরোনো পিলার হঠাৎ ভেঙে তার মাথার ওপর পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই তাওসিফের মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুজন মুসল্লি আহত হন।

স্থানীয়রা জানান, মসজিদের অবকাঠামো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং সংস্কারের প্রয়োজন ছিল। তবে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হক বলেন, "মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মসজিদের অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।