আল্টিমেটামের ২৪ ঘণ্টায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে সরকার ব্যর্থ হলে শহীদী শপথ গ্রহণ করবে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘোষণা দেন তারা।
এর আগে শাহবাগের হাদি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে জড়ো হন তারা।
এ সময় নেতাকর্মীরা বলেন, যে সরকার হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে পারে না তারা নির্বাচন কীভাবে করবে, হত্যাোরীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
গ্রেফতারের জন্য দেয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলে আগামীকাল বিকেল ৩টায় শহীদী শপথ গ্রহণে সবার অংশগ্রহণ কামনা করেন তার।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।