দেশ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই এলাকায় দুই গ্রুপের অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।

‎জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সাবেক সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মাজাহারুল ইসলাম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না এবং অপর গ্রুপের বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বে আজ দিনভর সুন্দরগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

‎এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ২ সেপ্টেম্বর রাতে পৌর এলাকায় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।

‎এ সময় সব ধরনের আগ্নেয়াস্ত্র পরিবহন, প্রদর্শন, একসঙ্গে ৫ জনের অধিক ব্যক্তির চলাফেরা করতে জনসাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

‎এ দিকে পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। পৌর এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে পৌর এলাকা ও এর আশপাশের এলাকা সমূহে সভা সমাবেশ নিষিদ্ধসহ ১৪৪ ধারা জারি করা হয়েছে।