দেশ

নির্বাচন হওয়ার আগেই বিএনপি মনে মনে ক্ষমতায় চলে গেছে : ঊষাতন

Reporter

নির্বাচন হওয়ার আগেই বিএনপি মনে মনে ক্ষমতায় চলে গেছে। তারা বড় দল সেটা মেনে নিয়েছে, তবে এখনো দেখার বিষয় রয়ে গেছে বলে মন্তব্য করেছে রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমা, বিজয় কেতন চাকমা প্রমুখ।

ঊষাতন তালুকদার বলেন, এখন আওয়ামী লীগ নেই, অন্যরা ডুকে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ সকল পদ এবং প্রশাসনে ডুকে গেছে জামায়াত। আর মাঠের দখল নিয়েছে বিএনপি। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবেন শিবির প্যানেল হয়ে যাবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যেমন নিরাপত্তা দেয়া হয় তেমনি পাচ্ছে কিংস পার্টিগুলো। যার দলের নাকি নিবন্ধনও নেই, সেই রাজনৈতিক দলের জন্য কেন এতো নিরাপত্তা ব্যবস্থা? কেন আমরা ও সরকার বাধ্য হয়েছিলাম চুক্তি করতে আপনারা সবাই তা জানেন। আপনারা সচেতন মানুষ চুক্তি নিয়ে কেন বিভ্রান্ত হচ্ছেন। চুক্তি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ঊষাতন তালুকদার আরও বলেন, ইউপিডিএফের (প্রসিত) শীর্ষনেতা মাইকেল চাকমা এক সময় ইউনূছ সরকারকে ১০ লাখ টাকা দিয়েছে আর এখন বিভিন্ন জায়গায় সে বলছে ইউসূছ ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নাই। জনসংহতি সমিতি দালালি করে না। ঐক্যের মধ্য দিয়ে সকলকে নিয়ে চুক্তি বাস্তবায়নে আমরা কাজ করছি।

এসময় বক্তারা আরও বলেন, ১৯৫৩ সালে এই দিনে আমাদের বিপ্লবী নেতা জন্ম গ্রহণ করেন। ৪৪ বছর আগে শহীদ হয়েছেন, তিনি বেঁচে থাকলে আমাদের জাতির জন্য অনেক কিছু করতে পারতেন। আমরা ওনার নির্দেশিত পথে কাজ করি যাচ্ছি।'