দেশ

পুলিশ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িত করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ভুক্তভোগীদের ঈশ্বরগঞ্জ থানায় ডেকে তলব করেন।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আরমান হোসেনের (২৪) লাশ বিদ্যালয়ের কমনরুমে পাওয়া যায়। এ ঘটনায় করা মামলায় গত ১২ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম আরিফ বিল্লাহ বাচ্চু (৪৬), রিফাতুল ইসলাম শাহীন (২২), বাবুল মিয়া (১৮) ও রোমান মিয়া (১৭) নামের চারজনকে থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে আটক বাবুল মিয়ার বাবা মোনায়েম হোসেন এসআই নজরুল ইসলামের কাছে ৫৮ হাজার টাকা পরিশোধ করেন। টাকা দেওয়ার একদিন পর আটক কিশোরদের মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে এসআই নজরুল ইসলামের বক্তব্য, "আটকৃতদের ওপর কোনো নির্যাতন করা হয়নি এবং তাদের কাছ থেকে কোনো টাকাও নেওয়া হয়নি।" তবে টাকা ফেরত দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, "কী করব, দিতে হয়েছে।"

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ বিষয়ে বলেন, "কোনো প্রকার টাকার লেনদেন হয়েছে কি না, আমার জানা নেই।"

এ ঘটনায় তদন্ত চলছে এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।