পটুয়াখালীর বাউফলে অটোচালক সুজন হত্যা মামলার প্রধান আসামী গোলাম সরওয়ার জাহাঙ্গীর হাওলাদারকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ জানুয়ারি অটোচালক সুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা নবী হাওলাদার বাদী হয়ে ২০ জনকে আসামী করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
এদিকে, অটোচালক সুজনের হত্যাকারীদের শাস্তির দাবীতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নীরিহ অটোচালক সুজনকে প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা দিতে চাপ দিয়ে আসছিল হত্যাকারীরা।
চাঁদা দিতে অস্বীকার করায় এলাকার চিন্হিত ২০-২৫ জন চাঁদাবাজ সংঘবদ্ধ হয়ে দরিদ্র অটোচালক সুজনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
মানববন্ধনে বক্তারা ওই পৈশাচিক হত্যাকান্ডের সকল আসামীকে গ্রেফতার করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবী জানান।
এর আগে গত শুক্রবার একই দাবীতে স্হানীয় এলাকাবাসী মানববন্ধন করে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকান্ডে অংশ নেয়া সন্ত্রাসী ও চাঁদাবাজদের অনেকেই প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আসামীরা ওই হত্যাকান্ডের প্রতিবাদ ও মানববন্ধনকারীদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলেছে