আমাকে আগে যেমন দেখেছেন তেমনই রয়েছি এবং এমনই থাকব বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে অনিয়মের বিরুদ্ধে আগের মত কঠিন অবস্থানে থাকবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে এ কথা বলেন তিনি।
সারওয়ার আলম বলেন, আজকেই সিলেটে যোগদান করেছি। বিষয়গুলো বুঝে নিতে একটু সময় লাগবে। এই জেলায় কি করা যায়নি বা করা যেত, সেই বিষয়গুলো দেখে ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের উন্নয়ন হলে সকলেই এর সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সকল বিষয় নিয়েই কাজ করব। কিন্তু আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যের দিকে বেশি জোর দেবো। সিলেট হলো প্রকৃতি কন্যা। এই জেলা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। সিলেটের টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশ ঠিক রেখেই এই জেলায় উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করব।