দেশ

ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীদের সঙ্গে সংহতি ও জায়নবাদি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে চলমান জায়নবাদি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে আগামীকাল বুধবার (৮ অক্টোবর) ঢাকায় সংহতি সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইস্কাটনের বিয়ামের গলি খেলার মাঠে বিকেল ৪টায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রতিবাদি মিছিলটি সংশ্লিষ্ট এলাকা প্রদক্ষিণ করবে।

এই কর্মসূচিতে অংশ নেবেন নাগরিক সমাজের প্রতিনিধি, অধিকারকর্মী, শিল্পী ও গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের কর্মী-সংগঠকবৃন্দ। সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান, জাতীয় শ্রম সংস্কার কমিশনের সদস্য এবং রোকেয়া পদকপ্রাপ্ত অ্যাক্টিভিস্ট-ফটোগ্রাফার তাসলিমা আখতার।

এ সময় বাংলাদেশি অ্যাক্টিভিস্ট ফটোগ্রাফার শহিদুল আলম-সহ ফিলিস্তিনমুখী ফ্রিডম ফ্লোটিলা-এর সকল আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সঙ্গে সংহতি জানানো হবে।

আয়োজকরা জানিয়েছেন, গাজায় চলমান গণহত্যা ও দখলদার নীতির বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবেই এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারা বলেন, “গাজায় গণহত্যা বন্ধে রাষ্ট্রগুলোর নীরবতা ভাঙতে হবে, মানবতার পক্ষে কথা বলতেই এই সংহতি।”

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সকল সংবাদমাধ্যমের প্রতিনিধি ও আলোকচিত্রীদের সমাবেশে উপস্থিত থেকে প্রতিবেদন ও চিত্র ধারণের মাধ্যমে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।