দেশ

শৈত্যপ্রবাহ নেই, আরও কয়েকদিন থাকবে ঘন কুয়াশা

নিজস্ব প্রতিবেদক

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ কেটে গেলেও আরও কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার, রোববার ও সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তিনি জানান, শুক্রবার সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ শনিবার আর কার্যকর নেই। তবে কুয়াশার কারণে ঠান্ডা বেশি মনে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদী ও কিশোরগঞ্জের নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে কিছু এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও তা দীর্ঘস্থায়ী না হওয়ায় এবং আশপাশে প্রভাব না রাখায় একে শৈত্যপ্রবাহ বলা যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। শনি থেকে বুধবার পর্যন্ত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ সময় অনেক এলাকায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে। মঙ্গল ও বুধবারও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকালে ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আটটি ফ্লাইট বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।