দেশ

৪২৮ অবৈধ অ্যালকোহল বোতলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা সদরে অভিযান চালিয়ে ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে বদরগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের আবুল কালাম (৪৩) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের রাসেল (২৫)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অ্যালকোহল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবৈধ অ্যালকোহল বিক্রির তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর থেকে বদরগঞ্জ এলাকায় ওৎ পেতে ছিলেন। পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক সাহারা ইয়াসমিন, উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ অন্যান্য সদস্যরা।

রাত আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে দুটি মোটরসাইকেলে করে বড় দুটি কার্টুন বহনের সময় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়। অভিযানে আবুল কালামের মোটরসাইকেল থেকে ২২৪ বোতল এবং রাসেলের মোটরসাইকেল থেকে ২০৪ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। জব্দকৃত অ্যালকোহলের বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১৪ হাজার টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন জানান, "আটককৃত দুজন ঝিনাইদহের ডিঙ্গেদহ ও বদরগঞ্জ বাজারে অবৈধ অ্যালকোহল ডেলিভারি দিতে যাচ্ছিলেন। আমরা আগাম তথ্য পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ মাদক ও অ্যালকোহল বাণিজ্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।