ময়মনসিংহ বিভাগ

ভয়াবহ অগ্নিকাণ্ডে সার-কীটনাশকের চার দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সার ও কীটনাশকের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ধোবাউড়া ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মেহেরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকপাড়া বাজার ফায়ার স্টেশন থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়কটি ভাঙাচোরা হওয়ায় ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এ সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সফল হয়। তবে এর মধ্যেই আব্দুল কুদ্দুস, আবুল হাশেম, তারা মিয়া ও আরও একজনের সার ও কীটনাশকের দোকান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মেহেরুল ইসলাম বলেন, "আগুন আরও কিছুক্ষণ থাকলে বাজারের আরও অনেক দোকান পুড়ে যেতে পারত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।"

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় মানসিকভাবে দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।