দেশ

আলেখারচরে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বিপুল মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ১, পলাতক ১

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে মোঃ রাশিদ (পিতা: মোঃ শামীম, ঠিকানা: জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর, ঢাকা) নামে একজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় রফিকুল ইসলাম (পিতা: সৈয়দ আহমেদ, ঠিকানা: গ্রাম: তুসহি, থানা: জোয়াগ, জেলা: নোয়াখালী) নামে আরেকজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

পলাতক রফিকুল ইসলামের মালিকানাধীন বলে সন্দেহভাজন একটি নীল রঙের Nissan Juke গাড়ি (নম্বর: ঢাকা মেট্রো-খঃ ৩৭-৩৯৪১) ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ইয়াবা ২৯০ পিস, গাঁজা ৫০ কেজি, ফেনসিডিল ৮০ বোতল, বিদেশি বিয়ার ৫৯ ক্যান, বিদেশি মদ ২ বোতল। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ ১,৭৩,৫৩০ টাকা এবং ২টি পাসপোর্ট।

অভিযানে উপস্থিত একজন স্বতঃস্ফূর্ত সাক্ষী মোঃ শওকত ইকবাল সংগ্রাম (পিতা: ডাঃ আব্দুল মান্নান, ঠিকানা: বড়দৈল, দুর্গাপুর, কুমিল্লা) জানান, তিনি ঘটনাস্থলে থেকে অভিযানকারীদের সহায়তা করেন এবং মাদক উদ্ধারের পুরো ঘটনার সাক্ষী হন।

গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, "মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। আমরা সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ।"