ফুটবলের ভেতরে রাখা ছিল ২ কেজি ১০০ গ্রাম হেরোইন। ছবি: র্যাবের সৌজন্যে
শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার স্বরমোংলা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই মাদক উদ্ধার করেন র্যাব ৫- এর সদস্যরা।
র্যাবের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল স্বরমোংলা গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা ১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যান। র্যাব সদস্যরা ওই ফুটবল উদ্ধার করে তা কেটে ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
র্যাব ৫- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর জানিয়েছেন, এ ঘটনায় মাদক কারবারিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।