পাবনায় শিক্ষার্থীদের মশাল মিছিল। ছবি : সংগৃহীত

দেশ

রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবনায় মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবনায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এডওয়ার্ড কলেজের মেইন গেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই মিছির বের করা হয়।


মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই।বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।