সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতার নিযে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
রাজধানীতে ছিনতাই রোধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর নির্দেশনার আলোকে ছিনতাই প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপ ‘র অপরাধ বিভাগ।
রবিবার সকাল ৮ ঘটিকা থেকে সোমবার সকাল ৮ ঘটিকা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতার নিযে বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
গত ২৪ ঘন্টায় ডিএমপির রমনা বিভাগ আট জন, লালবাগ বিভাগ ২৬, মতিঝিল বিভাগ ১৪ জন, ওয়ারী বিভাগ ১০ জন, তেজগাঁও বিভাগ ১৯ জন, মিরপুর বিভাগ চারজন, উত্তরা বিভাগ আটজন ও গুলশান বিভাগ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম।