দেশ

বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, আহত ১১

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। এসময় ৭ থেকে ৮টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শুক্কুর আলী (৫০), আসিফ (২৫), নুর ইসলাম (৫১), জান্নাত (২২) ও শাহাদাত (২৫)-এর নাম পাওয়া গেছে। তাদের মধ্যে আসিফ ও নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতা মাহফুজ-আনার গংদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু ও যুবলীগ নেতা নাজমুল ইসলামের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটি বিএনপির পার্টি অফিসে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

আহত বিএনপি কর্মী শুক্কুর আলী অভিযোগ করে বলেন, আমরা পার্টি অফিসে বসে ছিলাম। হঠাৎ আওয়ামী লীগ নেতা মতিন মন্টু ও গিয়াসের নেতৃত্বে কর্মীরা হামলা চালায়। পরে তারা আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে।

তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা পলাতক। আমরা গিয়ে হামলা করেছি এটা বিশ্বাসযোগ্য নয়। বিএনপি নেতাকর্মীরাই নাটক সাজিয়ে নিজেদের অফিস ভাঙচুর করে আমাদের নামে মামলা দিচ্ছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু বলেন, আওয়ামী লীগ নেতা মতিন মন্টু, গিয়াস ও নাজমুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের অন্তত ৭-৮টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান বলেন, শুক্কুর আলী নামে একজনকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।