দেশ

বরিশালে গণসংহতি আন্দোলনের জেলা সম্মেলন আগামীকাল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোনায়েদ সাকি

Reporter

বরিশালের অশ্বীনি কুমার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলন।

আগামীকাল ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৩টায়, “নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যবদ্ধ হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবীর, যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, টাঙ্গাইল জেলা সংগঠক ও ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথি।

সম্মেলনের সভাপতিত্ব করবেন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।

আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে অনুষ্ঠানটির সংবাদ প্রচার ও সফলতা নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।