সিলেট বিভাগ

সিলেটে ওসমানী হাসপাতাল ‘কমপ্লিট শাটডাউন’, চরম ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ইন্টার্ন চিকিৎসকরা এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। এ কারণে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি সেবা ব্যতীত সব চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ বন্ধ থাকায় শতাধিক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।

ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবার সকাল ৯টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন, তাদের দাবি—

  • এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর করা

  • দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রদান

  • বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বৃদ্ধি

  • মানহীন বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করা

  • বিএমডিসি অ্যাক্ট-২০১০ সংশ্লিষ্ট রিটের রায় দ্রুত ঘোষণা করা

চেম্বারেও চিকিৎসা সেবা বন্ধ। ইন্টার্ন চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার তারা সিলেট বিভাগের সব প্রাইভেট চেম্বারেও রোগী দেখবেন না।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, এই কর্মসূচি চলবে এবং বুধবার (১২ মার্চ) ঢাকায় বড় পরিসরে কর্মসূচি পালন করা হবে। যারা ঢাকায় যাবেন না, তারা সিলেট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন।

চিকিৎসকদের এই কর্মসূচির ফলে রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমাধান না হলে সিলেটের চিকিৎসা ব্যবস্থা আরও বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।