দেশ

বিদেশি নাগরিকের সর্বস্ব ছিনতাই: স্বর্ণালংকার ও মোবাইলসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরে ছিনতাইয়ের শিকার দুই ইন্দোনেশীয় নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ফোন, স্বর্ণের আংটি ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার বাসিন্দা মোঃ রহিম মিয়া (২৯) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাসিন্দা শমসের আহমেদ (৩৩)। পুলিশ জানিয়েছে, রহিম মিয়ার বিরুদ্ধে পূর্বেও দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ৬টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ০৩ আগস্ট ইন্দোনেশিয়া থেকে আগত দুইজন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে করে রাজশাহী যাচ্ছিলেন। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে গাড়িটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় পৌঁছালে যানজটের কারণে গতি কমে যায়। এই সুযোগে অজ্ঞাতনামা চারজন দুষ্কৃতিকারী তাদের গাড়ির গতিরোধ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা তাদের কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন, কয়েকটি ডেবিট ও ক্রেডিট কার্ড, নগদ ৬০০ ইউএস ডলার, ৬০ মালয়েশিয়ান রিংগিত এবং প্রায় ২৫ গ্রাম স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করলে (মামলা নং-০৩, তারিখ-০৪/০৮/২০২৫) পুলিশ তদন্তে নামে। জিএমপি পুলিশ কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে গাছা থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং ব্যাপক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে লুন্ঠিত দুটি স্বর্ণের আংটি, একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, ২০ ইউএস ডলার এবং ২২ মালয়েশিয়ান রিংগিত উদ্ধার করা হয়। এছাড়াও, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু এবং একটি লোহার ছুরি জব্দ করেছে পুলিশ।

গাছা থানা পুলিশ জানিয়েছে, এই ছিনতাইকারী চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।