দেশ

কড়াইলে আগুনের ছাইয়ে বাঁচা: সহায়তার আশায় দিন গুনছে মানুষ

পুরোনো দুঃস্বপ্নে ফের আগুন: মানবিক সহায়তাই বড় সংকট কড়াইলে

নিজস্ব প্রতিবেদক

৭/৮ বছর আগের সেই আগুনের দৃশ্য স্মরণকরেই যাদের এখনও বুক ধঁড়ফড় করে। আবারও আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিলো তাদের সর্বস্ব। কোনোমতে ভাঙা, পোড়া টিনগুলে জোড়া লাগিয়ে আবারও বসবাস শুরু করেছে তারা। এখনও দেখা মেলেনি উল্লেখযোগ্য কোনো সরকারি সহায়তার।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, দূর্জয় শুভ'র উদ্যোগে কাপড় বিতরণের সময় এমন ক্ষোভের বহিঃপ্রকাশ করতেই দেখা যায় কড়াইলের হৃদয় কয়লা হয়ে যাওয়া মানুষদের।

দূর্জয় শুভ বলেন, এখানকার অবস্থা শোচনীয়।  কাপড়ের চাহিদা প্রায় ১৫/২০ হাজার মানুষের, এছাড়া খাবারসহ অন্যান্য ঘাটতিতে প্রায় সকলে। আমরা প্রাথমিকভাবে যথাসম্ভব প্রায় ৭ হাজার পিস কাপড় বিতরণ করেছি। তবে তা, যতসামান্য। আমি মনে করি, এমন মানবেতর পরিস্থিতি উত্তরণে সরকারের আরো বেশি ভূমিকা প্রয়োজন। 

৭ হাজার পিস কাপড় বিতরণ করেছে গোবিপ্রবি ছাত্রদল সভাপতি, দূর্জয় শুভ

ভুক্তভোগীদের থেকে জানা যায়, এখনও তেমন কোনো সরকারি উদ্যোগ না থাকায় চরম সংকটকালীন মুহুর্ত পার করছেন তারা। বস্তিবাসীরা বলেন, আমাদের বেশিরভাগেরই ঘরের মেঝে ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আধপোঁড়া লেপ-কম্বল বিছিয়ে সেখানেই রাত্রিযাপন করছি। যাদের শিশু সন্তান আছে অথবা গর্ভবতী, তাদের সংকট সবচেয়ে বেশি, পড়নে থাকা কাপড়টি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কোনো শিশুর পড়নের কাপড়টিও নেই।

পোড়া টিনের আড়ালে কয়লাই এখন খেলনা

সহায়তার বিষয়ে জানতে চাইলে, অশ্রুসিক্ত দৃষ্টিতে একজন প্রৌঢ় বলেন, রাজনৈতিক বিভিন্ন দল বা নেতা-কর্মীরা যথাসম্ভব এগিয়ে আসছে, তবে সরকারের নিরবতা তাদের মর্মাহত করছে। তারা হয়তো ভেবেছিলো, চলমান সরকার তাদের বিষয়ে অত্যন্ত মানবিক হবেন। বাস্তবতা ভিন্ন রুপ দেখাচ্ছে।

পোঁড়া ছাইয়ের বাতাসেই পেট ভরছে কড়াইলে

সরকারের ভূমিকা নিয়ে জানতে চাইলে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড এর সচিব, মোহাম্মদ আব্বাছ আলী বলেন- সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০০০ মানুষের তালিকা করা হয়েছে।  অনুমোদন পাওয়ামাত্র অর্থসহায়তা পৌঁছে দেওয়া হবে। নিয়মের উর্ধ্বে মানবিকতা বিবেচনায় তড়িৎ ব্যবস্থার বিষয় উল্লেখ করলে তিনি বলেন, ইউনিসেফ সহ অন্যান্য এনজিওগুলো কাজ করছে, আমরা তাদের সাথে সমন্বয় করছি। তবে, সমন্বয় কার্যক্রমের ডকুমেন্টস হ্যোয়াটসআ্যাপে দেওয়ার কথা বললেও, দেননি তিনি।