টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন।
আজ দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামীর মারা যান বলে জানান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
গতকাল টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গুদামে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হন।
তাদের মধ্যে শামীমসহ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কেমিক্যাল গোডাউনে সোডিয়াম জাতীয় দ্রব্য ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে কেমিক্যাল বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ হন।
আহত চার ফায়ার ফাইটারকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়।
চিকিৎসাধীন দুইজন ফায়ার সার্ভিস কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।