অভিনব কৌশলে গর্তে রাখা হয় ফেনসিডিল, অভিযান চালিয়ে উদ্ধার করে পুলিশ।

দেশ

স্বামী পালাতে পারলেও ফেনসিডিলসহ আটক স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে মিনারা বেগম নামে এক নারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মিনারা বেগমকে আটক করে পুলিশ।


আটক মিনারা বেগম গোয়াইনঘাটের ফুলতৈলছগামের শানুর মিয়ার স্ত্রী।


গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শানুর মিয়ার বাড়িতে যায় পুলিশ। তার ঘরের মেঝের নিচে অভিনব কৌশলে গর্তে রাখা ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে এগুলো উদ্ধার করে শানুর স্ত্রী মিনারা বেগমকে আটক করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ী শানুর মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে  ১৫০ বোতল মাদকসহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।