গাজীপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা কর্মবিরতি করছে।

দেশ

এক দফা দাবিতে গাজীপুরে নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

এক দফা দাবিতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করেছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি'র সকল পদে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে তারা এই কর্মবিরতি কর্মসূচি পালন করে।


মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ গাজীপুর ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়।

এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবি মেনে নেয়ার আহ্বায়ক জানান।


এ সময় বক্তব্য দেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার কমিটি গাজীপুরের আহ্বায়ক শামীমা নাজনীন শেলী ও সদস্য সচিব মফিজ উদ্দীন।