দেশ

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার খোঁজ, অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটির কাউখালি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৭ মার্চ) ভোরে পরিচালিত এক অভিযানে গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটির কাউখালি এলাকায় ইউপিডিএফ (মূল) এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনী সংগঠনটির একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আস্তানা থেকে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান শেষে ফেরার পথে ইউপিডিএফ একদল নারী ও শিশু দিয়ে সেনাবাহিনীর পথরোধের চেষ্টা করে। তবে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখে তারা পথ ছেড়ে চলে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক কোনো তথ্য বা গতিবিধি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।