দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম দিতে টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফাইল ছবি

ব্যবসা, বানিজ্য ও অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে অ্যাকশন: ১০ সদস্যের টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক

জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনায় ১০ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল বৃদ্ধি ও পূর্বাভাস সেল থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য যেন ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে।

টাস্কফোর্সে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালককে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং দুই জন শিক্ষার্থী প্রতিনিধি।

এরআগে, রোববার (৬ অক্টোবর) রাতে শ্রম ও কর্মংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে টাস্কফোর্সকে শিগগিরই মাঠে দেখা যাবে বলে জানিয়েছিলেন। ওই পোস্টে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়ে আসিফ বলেছিলেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে কোনো প্রভাব পড়েনি। তাই দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’