অর্থনীতি

নতুন পে-স্কেল নিয়ে যে তথ্য দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে জাতীয় বেতন কমিশনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বৈঠক হয়েছে। ওই বৈঠকে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাবনার পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নিয়েও প্রস্তাব এসেছে।

একইদিন বরিশালে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন নতুন পে-স্কেলের একটি কাঠামো দিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। বর্তমান সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।

এ সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরও বাড়বে।

দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে গভর্নর আরও বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।