সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এটি তথ্য জালিয়াতি, নাকি হ্যাকিং সেটি তদন্তের পর জানা যাবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শাখায় সঞ্চয়পত্র ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এসব কথা বলেন।
শাহরিয়ার সিদ্দিকী বলেন, সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের ঘটনা এই প্রথম। ঘটনাটি তথ্য জালিয়াতি না হ্যাকিং সেটি তদন্তের পর জানা যাবে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এক গ্রাহক ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন। ওই গ্রাহকের ব্যাংক হিসাব অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। তবে চারদিন পরই সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা ঘটে।
বাংলাদেশ ব্যাংক সবচেয়ে নিরাপদ জায়গা থেকেই সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তনের পর প্রথমে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের উপশাখায় টাকা স্থানান্তর করা হয়। একই দিনে ওই অর্থ রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তুলে নেয় চক্রটি।
একই প্রক্রিয়ায় ডাচ বাংলা ব্যাংক থেকে ৩০ লাখ আর এনআরবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও দুটি জালিয়াতি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।